ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  • অন্যান্য

মিথিলার নতুন খবর

বিনোদন ডেস্ক
জুন ১৭, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ । ১০৭ জন
সংগৃহীত:ছবি

গেল মাসের শেষদিকে হঠাৎ করেই রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কলকাতার গণমাধ্যম থেকেই বিস্ফোরিত হয় ইঙ্গিতপূর্ণ খবরটি। এমনকি দুই মাসের মধ্যে কাগজ-কলমে সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্যের পাট চুকে যাবে বলেও শোনা যায়। তবে সেই গুঞ্জনে পাত্তা দেননি মিথিলা। বরং নিজের কাজেই মনোযোগ দিচ্ছেন বলে জানান। এবার সে কথারই প্রমাণ মিলল। কলকাতা থেকে ভেসে এলো নতুন খবর। টলিউডের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘ও অভাগী’। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী। নন্দিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। তবে সময়ের সঙ্গে তাল মেলাতে গল্পে কিছুটা পরিবর্তন এনেছেন নির্মাতা। মুখ্য ভূমিকায় থাকছেন ঢাকার মিথিলা। এ ছাড়া দেখা যাবে সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায় প্রমুখকে।

আনন্দবাজারকে নির্মাতা অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘শরৎচন্দ্রের লেখাকে বরাবরই সিনেমাটিক মনে হয় আমার কাছে। তবে এই গল্পটাকে আমি ষাট-সত্তর দশকের পটভূমিতে নিয়ে এসেছি। সেই সঙ্গে কিছু নতুন চরিত্রও যুক্ত করেছি।’ ছবিতে মিথিলাকে দুই বয়সে দেখা যাবে বলে জানান নির্মাতা। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্তবয়স্ক নারী। দুটি বয়সেই তাকে দারুণ মানাবে বলে জানান নির্মাতা। স্বভূমি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং। এতে গান করবেন কলকাতার লগ্নজিতা, রূপঙ্কর বাগচী, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের অনিমেষ রায়।