সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (২১ জুন)। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্র কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তালিকা অনুযায়ী, ১৯০টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের জানিয়েছেন, বর্তমানে ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৩৬৪টি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সকাল থেকে নির্বাচনে নিরাপত্তার জন্য সিলেট সিটিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ১৪ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে থাকবেন।