বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছাড়েন তিতে। সেই থেকে নেইমারদের প্রধান কোচের চেয়ারটা ফাঁকা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ জানিয়েছেন, আগামী বছর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হবেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান ম্যানেজারের কোচিংয়ে ২০২৪ কোপা আমেরিকা খেলবে সেলেসাওরা।
কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে জলঘোলা কম হয়নি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকাকালীন অন্য কোনো দলে যোগ দিতে চান না ইতালিয়ান ম্যানেজার। এদিকে আনচেলত্তিকে পেতে নাছোড়বান্দা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। আনচেলত্তির জন্য রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখাও করেন সিবিএফ চেয়ারম্যান এদনালদো রদ্রিগেজ। অবশেষে প্রচেষ্টা আলোর মুখ দেখছে।
সিবিএফ সভাপতি এদনালদো বলেন, ‘আমরা তাকে (দিনিজ) আপদকালীন কোচ বলি না। তিনি মূলত আনচেলত্তির ভূমিকাই পালন করবেন।’
দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০২৪ জুনের শুরুতেই ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি। সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ জানিয়েছেন, আগামী জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আনচেলত্তি। তার অধীনে কোপা আমেরিকা খেলবে ব্রাজিল।’
মাত্র চতুর্থ বিদেশি কোচ হিসেবে ব্রাজিল ফুটবল জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি। নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র তিনবার বিদেশি কোচের অধীনে খেলেছে ব্রাজিল। ১৯২৫ সালে চার ম্যাচে দলটির কোচ ছিলেন উরুগুইয়ান র্যামন প্লাতেরো। ১৯৪০ সালের দিকে দুটি প্রীতি ম্যাচে সেলেসাওদের ডাগআউট সামলেছিলেন পর্তুগালের জোরেকা। আর সবশেষ ১৯৯৬ সালে আর্জেন্টাইন কোচ ফিলপো নুনেজের অধীনে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল ব্রাজিল।