অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) একটি প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে লাগছে না কোনো ফি। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এসডিএফ পাঁচ বছর মেয়াদি ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পে দুই পদে লোকবল নেয়া হবে।
১. পদের নাম: ব্যবস্থাপক (হেলথ অ্যান্ড নিউট্রিশন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস পাস। চিকিৎসক হিসেবে সরকারি/বেসরকারি/অন্য কোনো সংস্থায় ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫২,০০০-৯১,০০০ টাকা।
২. পদের নাম: জেলা কর্মকর্তা (অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: ২
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্স/এমবিএ/এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। হিসাব ব্যবস্থাপনায় তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২৫,০৫০-৪৪,১৭৫ টাকা।
যেভাবে আবেদন করতে হবে:
আবেদনের বিস্তারিত তথ্য এ ওয়েবসাইটে প্রবেশ করে জেনে নিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ২২/২২, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময় আগামী ২৩ মার্চ ২০২৩ পর্যন্ত।