নওগাঁয় মুখোশধারী দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে কামাল আহমেদ (৫২) নামের এক বিএনপি নেতা খুন হয়েছেন। নিহত কামাল নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের পুত্র এবং ৯ নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক বলে জানা যায়। তিনি নওগাঁ জেলা ট্রাক পরিবহণ বন্দোবস্তকারী সমবায় সমিতি লিঃ এর একজন সদস্য।
সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, কামাল আহমেদ গতকাল শনিবার রাত ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে নওগাঁয় আসছিলেন। পথিমধ্যে সাহাপুর গ্রামের তালপুকুর নামক স্থানে মুখোশধারী কয়েকজন দুস্কৃতকারী তাকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেফতারসহ আইনের আওতায় আনা হবে।