ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩
  • অন্যান্য

বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ দলের ‘সহকারী লিডার ট্রেনার’ হলেন শিপুন আখতার

অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ২:২০ অপরাহ্ণ । ২৫ জন
বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ দলের ‘সহকারী লিডার ট্রেনার’ হলেন শিপুন আখতার

বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ দলের একজন ‘সহকারী লিডার ট্রেনার’ নির্বাচিত হয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার স্কুলশিক্ষক শিপুন আখতার। তিনি বর্তমানে উপজেলার ধর্মেশ্বর মহেশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রশিক্ষণ দলের সদস্য শিপুন আখতার সুইডেনে ২২তম ও জাপানে ২৩তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া বাংলাদেশ স্কাউট রংপুর জেলার সহকারী কমিশনার, কাব ক্যাম্বরির প্রোগ্রাম চিফ, দিনাজপুর অঞ্চলের বিভিন্ন কাব স্কাউট ইউনিট লিডার, বেসিক, অ্যাডভান্স ও স্কিল কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন শিপুন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ স্কাউটস প্রশিক্ষণ দলের ‘সহকারী লিডার ট্রেনার’ নির্বাচিত হলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রংপুর জেলার সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ আরিফ মাহফুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা সাঈদ, উপজেলা স্কাউট সম্পাদক মো. ফাকের সরকার, কোষাধ্যক্ষ শাহ মো. ইকবাল হোসেন, সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সারওয়ার আলম প্রমুখ।