ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  • অন্যান্য

বগুড়ায় প্রবাসীকে অপহণের সাথে জড়িত চক্রে দুই সদস্য আটক

ইস্টাব রির্পোটার
জুলাই ২, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ । ৫৯ জন

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশী দুই প্রবাসীকে অপহণের সাথে জড়িত চক্রে দুই সদস্যকে মুক্তি পণের টাকাসহ হাতে নাতে আটক করেছে বগুড়ার ডিবি পুলিশের একটি দল। এসময় অপহৃত যুবককে উদ্ধার করা হয়। আটককৃত অপহরণ কারিরা হলো, সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের বাসিন্দা শিপলু সরকার ও শিহিপুর গ্রামের মো: পান্নু মিয়া ।

উদ্ধার কৃত দুই যুবক হলো দুপচাঁচিয়া উপজেলার সদরের, মোঃ পাপ্পু খন্দকার (২৭), ও তার ভাই মোঃ সাঈদ খন্দকার (২৪)। পাপ্পু খন্দকার বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার  স্নিগ্ধ আখতার আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।

তিনি আরো বলেন, অপহৃত দুই যুবককে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের কাছ থেকে পার্সপোট এর জন্য এগারো লক্ষ টাকা নিয়ে বিদেশ পাঠায়। পাপ্পু খন্দকারকে হাসপাতালে ও মোঃ সাঈদ খন্দকারকে কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে আটক করে রাখে এবং দুই ভাইয়ের মুক্তিপণ বাবদ দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

উক্ত টাকা না দিলে তার ছোট ভাইকে বিভিন্ন ভাবে অত্যাচার ও বিক্রি করে দেওয়ার হুমকি দেয়। অপহরণকারীরা টাকার জন্য চাপ দিতে থাকে, এক পর্যায়ে এক লক্ষ টাকা প্রেরণ করে এবং বাকি টাকা দিতে রাজি হলে অপহরণকারীরা বগুড়া সদর চেলোপাড়া সিএনজি স্ট্যান্ডে টাকা নেওয়ার জন্য আসে, এসময় বগুড়ার ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।