প্রতারণার শিকার হয়েছেন অভিনেতা বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াংকা। এজন্য পুলিশের দারস্থ হয়েছেন তিনি। ১ কোটি ৫৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪ লাখ টাকার বেশি) এমআইডিসি থানায় চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার নামে মামলা দায়ের করেন বিবেক। ২০১৭ সালে ওবেরয় অর্গানিক নামে একটি কোম্পানি চালু করেন বিবেক। প্রতিষ্ঠানটি খুব ভালো না চলায়, এর অংশীদার করেন ৩ অভিযুক্তকে। তারপর পুরোনো ব্যবসা বাদ দিয়ে আনন্দিতা এন্টারটেইনমেন্ট নামে ইভেন্ট ব্যবসা শুরু করেন। ২০২০ সালের জুলাইয়ে এ বিষয়ে তাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বিবেক তার সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন। দুই বছর পার হওয়ার পর এ অভিনেতা বুঝতে পারেন, নতুন প্রতিষ্ঠানের নাম করে যে অর্থ নেওয়া হয়েছে, তা অভিযুক্তরা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। এ প্রসঙ্গে পুলিশের একজন কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।