ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  • অন্যান্য

পশ্চিমা বিশ্বকে নিয়ে যে শঙ্কা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৬, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ । ২৩ জন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমানে রাশিয়ার সঙ্গে সংকট সমাধানে মীমাংসা করতে ইউক্রেনকে চাপ দিতে পারে পশ্চিমা বিশ্ব। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবে শুরু হওয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরুর কয়েক দিন আগে কিয়েভে হয়ে যাওয়া ইউক্রেনের কূটনীতিকদের সম্মেলনকে একটি ‘জরুরি কৌশলগত অধিবেশন’ হিসেবে বর্ণনা করেছে নিউইয়র্ক টাইমস।

জেলেনস্কি কূটনীতিকদের উদ্দেশে বলেন, কূটনীতিকদের অবশ্যই তাদের কাছে যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তার উপযুক্ত ব্যবহার করতে হবে। বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সাংস্কৃতিক কূটনীতি এবং সাধারণ মানুষের আন্তরিকতার শক্তি—সব ব্যবহার করতে হবে, যাতে মিত্র এবং নিরপেক্ষ দেশগুলো বোঝাতে যে, স্থায়ী শান্তির একমাত্র রাস্তা হলো রাশিয়ার সম্পূর্ণ পরাজয়।

এদিকে জেদ্দায় শুরু হওয়া ইউক্রেনের শান্তিসংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগদানকারী অনেক দেশই এই সংকটে পক্ষ নেওয়ার জন্য মার্কিন চাপকে আটকে দিয়েছে। দেশগুলো এই বিরোধকে দুই পরাশক্তির মধ্যে প্রতিযোগিতা হিসেবে দেখেছে, যাতে তারা অংশ নিতে চায় না।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার উপদেষ্টা সেলসো আমোরিম বলেছেন, এটি শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ নয়; এটি রাশিয়া ও পশ্চিমের মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতার একটি অধ্যায়।