ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

নীলফামারীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নীলফামারী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ । ১৮১ জন
ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী

নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহার করা পিকআপ ভ্যান আটক করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চন্ডীবাড়ী মন্দির এলাকা থেকে পিকআপ ভ্যানে মাদক পরিবহনের সময় তাদের আটক করে জলঢাকা থানা পুলিশ।
আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. সামিনুর ইসলাম ও গয়াবাড়ী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. মাহাবুবার রহমান।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালাগ্রাম ইউনিয়নের চন্ডীবাড়ী মন্দির এলাকায় একটি হলুদ রংয়ের পিকআপ ভ্যান থেকে বিশেষ কায়দায় পরিবহনের সময় ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।
ওসি আরও জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহার করা পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হব।