ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  • অন্যান্য

জামায়াত নেতাকে পুলিশ পরিচয়ে আটকের অভিযোগ, পুলিশের অস্বীকার

অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ । ১৩২ জন
ছবি: সংগৃহীত

শুক্রবার রাতে মগবাজারের সোনালীবাগস্থ বাসা থেকে ডিবি পরিচয়ে জামায়াতের হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। তবে ডিবি পুলিশ বা থানা পুলিশের পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত পৌনে ১১ টার  দিকে তার বাসায় ডিবি পুলিশ পরিচয়ে ৪ জন প্রবেশ করে। বাইরে ৩টি গাড়ি দাঁড়িয়ে ছিল। পরে ইউসুফকে তারা তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা ডিবি পরিচয়ে আসা পুলিশ সদস্যদের কাছে জানতে চেয়েছেন যে, তাকে কেন আটক করা হলো কিন্তু তারা কোনো প্রশ্নের উত্তর দেননি। ইউসুফের নামে কোনো মামলা নেই বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। জামায়াতে  ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, ইউসুফকে ডিবি পরিচয়ে আটক করা হলেও তারা তা স্বীকার করছে না। তার পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর হোসেন গতকাল সন্ধ্যায় জানান, ইউসুফ নামে কেউ আটক নেই।