ঢাকাশনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

জলেশ্বরীতলায় লোকমার মাই বেকারি উদ্বোধন করা হয়েছে

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ । ৩০ জন

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় লোকমা রেস্টুরেন্টের অঙ্গ প্রতিষ্ঠান মাই বেকারির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে লোকমা রেস্টুরেন্টের নিচতলায় কেক কেটে এবং বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা, সাধারণ সম্পাদক এডোনিস বাবু তালুকদার কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মইনুল ইসলাম স্বপন,ব্যবস্থাপনা পরিচালক ইসরাত জাহান, স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান রিপন, সানাউল হক সানাসহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় মুসলিমদের নিয়ে সেখানে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাই বেকারিতে স্পেশাল কেক বিস্কুটসহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয়।