ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  • অন্যান্য

গোসলে নেমে নিখোঁজ, ২৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ । ১৮৮ জন
সংগৃহীত ছবি:

গোপালগঞ্জে খালে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের নলডাঙ্গা খাল থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

স্কুলছাত্র শফিকুল ইসলাম মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মহারাজপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

মুকসুদপুর থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম ওই ছাত্রের লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে শফিকুল ইসলাম বন্ধুদের সাথে গোসল করতে মহারাজপুর খালের মহারাজপুর ফেরি ঘাটে নেমে নিখোঁজ হয়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। রবিবার রাত ৯টার দিকে স্থানীয়রা মহারাজপুর খালের পার্শ্ববর্তী নলডাঙ্গা খালে ওই স্কুল ছাত্রের লাশ ভেসে উঠতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।