এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হঠাৎ করে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারের অবনতি হওয়ায় উদ্বিগ্ন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
এ বিষয়ে বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘গত ২৫ দিন হলো বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হলে নিশ্চয়ই বাসা চলে আসতেন। যেহেতু তিনি বাসায় আসতে পারছেন না, সেহেতু ধরে নিতে হবে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’
মেডিকেল বোর্ডের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বেগম খালেদা জিয়ার শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। পেটে পানি বেড়েছে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে। এ কারণে ঘুম হচ্ছে না। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হচ্ছে। বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।’