ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  • অন্যান্য

কোথায় যাবেন লিওনেল মেসি

অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ । ৯২ জন
ছবি: সংগৃহীত

২০২১ সালের ১০ আগস্ট লিওনেল মেসি যখন পিএসজিতে যোগ দিতে এলেন, প্যারিসজুড়ে তখন সাজ সাজ রব। সবার মুখে হর্ষধ্বনি। মেসির আগমনে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারও সাজানো হয়েছিল বর্ণিল রূপে। তখন মনে হচ্ছিল, বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার দুঃখ ভুলে প্যারিসকে খুব সহজেই আপন করে নেবেন মেসি। কিন্তু দুই বছর না পেরোতেই পুরো উল্টো চিত্র। এখন আর হর্ষধ্বনি নয়, মেসিকে দুয়োধ্বনি দিচ্ছে সমর্থকদের কট্টর অংশ।

পিএসজি প্রকল্পের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয়। নেইমার, কিলিয়ান এমবাপ্পের পর মেসিকে সে উদ্দেশ্যেই নিয়ে এসেছিল কাতারি আমিরের মালিকানাধীন ক্লাবটি। তবে এবারও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ায় পিএসজিতে হতাশার কালো মেঘ। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি ম্যাচেই মেসিকে দুয়ো দিতে থাকা ক্লাবের কট্টর সমর্থক গোষ্ঠী তাঁর বিতর্কিত সৌদি আরব সফরের পর আর তাঁকে প্যারিসেই দেখতে চাইছে না।