ঢাকামঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

কী সুখবর শোনালেন নায়িকা পরীমনি

বিনোদন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ । ৯৭ জন
ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি গত এপ্রিলে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়েছিলেন। কয়েক মাস কাটতে না কাটতেই এবার সুখবর শোনালেন নায়িকা।

আনন্দবাজার অনলাইনকে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, কলকাতার ছবিতে কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব।

উল্লেখ্য, ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমনির ছেলে রাজ্য। ঘটা করে ছেলের জন্মদিন পালনের পরই কলকাতায় যাবেন নায়িকা।

কাগজ-কলমে ডিভোর্স না হলেও এখন আর একসঙ্গে থাকছেন না শরিফুল রাজ ও পরীমনি। পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন— সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশা।

এ ঘটনার পর তারা এখন আলাদা থাকছেন। একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে আছেন অভিনেত্রী। রাজ বাংলাদেশের চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে কলকাতায় অবস্থান করছেন। শনিবার কলকাতার নন্দনে শুরু হয় এ উৎসব।

কলকাতায় গিয়ে ফোন হারিয়ে ফেলেন রাজ। আর ফোন হারানোর বিষয়টি জানানোর জন্য প্রথমে তিনি যোগাযোগ করেন পরীর সঙ্গে। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এতকিছুর পর রাজ ও পরীমির সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার অপেক্ষা।