ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  • অন্যান্য

কিশোরগঞ্জে  চেয়ারম্যানের পুকুর থেকে মরদেহ উদ্ধার 

নীলফামারী প্রতিনিধি
মে ২০, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ । ১১১ জন
বৃদ্ধের মরদেহ

নীলফামারীর কিশোরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) দুপুরে উপজেলার বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমানের চাতালের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে প্রতিদিনের ন্যায় চেয়ারম্যানের ছেলে শামীম হোসেন তার ব্যবসায়িক কাজের সুবাদে চাতালে আসলে তার সাথে স্থানীয় একরা মিয়া নামের একজন মুদি ব্যবসায়ী ও চাতালের ভিতরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা উভয়ে দেখতে পায় পুকুরে সাদা বস্তার মত কিছু একটা ভেসে আছে। কাছে গিয়ে  দেখতে পায় পাঞ্জাবি পড়া একটি মরদেহ ভেসে উঠেছে।
এ বিষয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান বলেন, আমার ছেলে আমাকে জানালে দ্রুত চাতালে আসি। তৎক্ষনাৎ বিষয়টি কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে স্থানীয় কেউই ওই বৃদ্ধকে চিনতে পারেনি।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম শরীফ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কেউ মরদেহ শনাক্ত করতে পারেনি৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারন ও পরিচয় জানা যাবে।