ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

এয়ারকুলার, ফ্যান, লাগেজ নিয়ে কারাগারে আমান

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ । ১২১ জন
সংগৃহীত ছবি:

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আদালতে হাজির জন আমান উল্লাহ আমান। আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সেইসঙ্গে অসুস্থতার কথা জানিয়ে হাসপাতালে চিকিৎসার আবেদন করে পিটিশন দাখিল করেন তার আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
 আমান উল্লাহ আমান অসুস্থ হওয়ায় তার আইনজীবী অ্যাম্বুলেন্সে করে ডিভিশন দিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে এয়ারকুলার, ফ্যান, লাগেজসহ কারাগারে নেয়া হয় আমানকে।
 
তার আগে সকাল থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন বিএনপি কর্মীরা। বেলা ১১টার দিকে নিরাপত্তার কথা জানিয়ে পুলিশ তাদের সরে যেতে বললে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েন নেতাকর্মীরা। জবাবে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।
 
আদালত প্রাঙ্গণ ছড়িয়ে আশপাশের গলিতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। তিন দফায় চলা এই ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন পুলিশের এক সদস্য। গ্রেফতার করা হয় বেশকয়েকজন নেতাকর্মীকে।
 
 
গত ৩০ মে হাইকোর্ট দুর্নীতির মামলায় আমান উল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতে আত্মসমর্পনের আদেশ দেন।
 
২০০৭ সালের ৬ মার্চ ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার টাকা জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।