বিশ্বকাপ শেষ আগেই। বাংলাদেশের এখন চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার মিশন। সেই লক্ষ্যে আজ শনিবার রাউন্ড রবিন লীগে নিজেদের নবম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা ১১টায় শুরু হয়েছে ম্যাচটি। তার আগে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড এবং শন অ্যাবট।