লাহোর কোর কমান্ডারের বাড়িতে হামলা সহ ৯ই মে’র সহিংসতায় জড়িত থাকার সাতটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিন আবেদন শুক্রবার প্রত্যাখ্যান করেছে সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। অন্য এক মামলায় ইমরান খানকে কুখ্যাত অ্যাটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের জন্য আবেদন আমলে নিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতের কাছে ইমরানের আইনজীবীরা দাবি করেছেন, অ্যাটক জেলখানায় জীবনের প্রতি মারাত্মক হুমকি মোকাবিলা করছেন ইমরান। ওদিকে তোষাখানা মামলায় ইমরান খান জেলে থাকায় আদালতে তাকে সশরীরে উপস্থিত করানো থেকে রেহাই দিতে আদালতকে বোঝাতে ব্যর্থ হন ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। ফলে অন্য মামলায় ইমরানের আগাম জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়। এ খবর দিয়েছে অনলাইন ডন। এর আগের শুনানিতে বিচারকাজ মুলতবি রাখার জন্য এবং আদালতে ব্যক্তিগত উপস্থিতি থেকে তার মক্কেল ইমরানকে রেহাই দেয়ার জন্য আবেদন করেন ইমরানের আইনজীবীরা। বলা হয়, ইমরানের বর্তমান যে অবস্থা তা তার নিয়ন্ত্রণের বাইরে। আইনজীবীদের দায়ের করা আবেদন শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। এদিন ব্যারিস্টার সাফদার আবারও মামলার শুনানি মুলতবি করার আহ্বান করেন।
কারণ, এর যুক্তিতর্কের জন্য তিনি তখনও প্রস্তুতি নিতে পারেননি। কিন্তু শুনানিতে দুর্নীতিবিরোধী তৃতীয় আদালতের বিচারক ইজাজ আহমেদ বাট্টার দেখতে পান যে, জেলে যাওয়ার আগেও শুনানিতে উপস্থিত হননি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।