ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  • অন্যান্য

ইউক্রেনের ৭ লাখ শিশু রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ । ১৪৮ জন

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক কমিটির প্রধান গ্রিগরি কারাসিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকা থেকে প্রায় ৭ লাখ শিশুকে রাশিয়ার ভূখণ্ডে নিয়ে এসেছে।

আরব নিউজ জানিয়েছে, কারাসিন তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, সাম্প্রতিক সময়ে ৭ লাখ শিশু আমাদের কাছে আশ্রয় পেয়েছে। ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকায় বোমা হামলা এবং গোলাগুলি থেকে বাচতে পালিয়ে ছিল ওইসব শিশুরা।

মস্কো জানায়, ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ার ভূখণ্ডে আনার অর্থ হলো, অনাথ এবং সংঘাত অঞ্চল থেকে শিশুদের রক্ষা করা। তবে ইউক্রেন বলছে, অনেক শিশুকে অবৈধভাবে বিতাড়িত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র বলছে, হাজার হাজার শিশুকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেনের ওপর তাদের আক্রমণ শুরু করে। ২০২২ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র জানায় যে তারা অনুমান করেছে,  রাশিয়া ২ লাখ ৬০ হাজার শিশুকে জোরপূর্বক তাদের ভূখণ্ডে নিয়ে গেছে।