ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
  • অন্যান্য

আবারও পোশাকের জন্য সমালোচনার মুখে একতা কাপুর

বিনোদন ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ । ৩৪ জন
একতা কাপুর

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ড্রিম গার্ল-টু’। আয়ুষ্মান খুরানা অভিনীত এই সিনেমাটির প্রযোজক একতা কাপুর। নিজের সিনেমার জন্য প্রার্থনা করতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তিনি। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। পোশাকের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়লেন তিনি।

হাফপ্যান্ট পরে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন একতা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েন তিনি। একতার ভিডিওতে একজন মন্তব্য করেন, ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত। অন্য একজন লেখেন, মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে? আবার একজন লেখেন, দর্শন করতে গেছিলেন না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।

যদিও এটি প্রথম নয়, এর আগেও পোশাকের জন্য ট্রোলড হয়েছেন একতা। চলতি বছরের শুরুতেই রিদ্ধি ডোগরার পার্টিতে স্যাটিনের ম্যাক্সি ড্রেস হাজির হয়েছিলেন তিনি। গাড়ি থেকে পোশাকটি ঠিকঠাক করে নেয়ার চেষ্টা করেন।